খবর সম্প্রসারিত হতেই পদক্ষেপ, নকশালবাড়ি হিন্দি হাইস্কুল থেকে সরে গেল কেন্দ্রীয় বাহিনী  

শিলিগুড়ি, ১০ জুলাইঃ ভোট পরবর্তী হিংসা রুখতে নকশালবাড়ি হিন্দি হাইস্কুলে ছিল কেন্দ্রীয় বাহিনী।যা নিয়ে চিন্তায় পড়েছিল স্কুল কর্তৃপক্ষ।খবর সম্প্রচারিত হওয়ার পরই স্কুল ছাড়লো কেন্দ্রীয় বাহিনী।


প্রসঙ্গত, গত ২১ জুন থেকে স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় চিন্তায় ভাঁজ পড়েছিল স্কুল কর্তৃপক্ষের।৪ দিন থাকার নাম করে ১৮ দিন কেটে গেলেও কেন্দ্রীয় বাহিনীকে স্কুল থেকে সরিয়ে বিকল্প ব্যবস্থা করেনি প্রশাসন এমনটাই অভিযোগ জানিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক দমন কান্ত মিশ্র।গোটা ঘটনা নিয়ে নকশালবাড়ি থানায় চিঠি দিয়েছিলেন তিনি।

এরপর এই খবর সম্প্রসারিত হতেই পদক্ষেপ গ্রহণ করা হয়।বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ‌জওয়ানরা স্কুল ছাড়তে শুরু করে।আগামীকাল স্বাভাবিকভাবেই স্কুল পরিচালনা করা সম্ভব হবে বলে জানান প্রধান শিক্ষক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO