শিলিগুড়ি, ১১ মার্চঃ স্কুল ভ্যানে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।যদিও চালকের তৎপরতায় প্রাণে বাঁচলো স্কুল ভ্যানে থাকা পড়ুয়ারা।ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন অভিভাবকেরা।
জানা গিয়েছে, শিলিগুড়ির দেবীডাঙার একটি বেসরকারি স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়িতে রাখার উদ্দেশ্যে বের হয় একটি স্কুল ভ্যান।সেই গাড়িতে ১৫ জন পড়ুয়া ছিল।বাবুবাসা এলাকা দিয়ে যাওয়ার সময় চালকের নজরে আসে গাড়িতে আগুন লেগেছে।তা দেখেই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দ্রুত পড়ুয়াদের নামিয়ে নেন চালক।পড়ুয়াদের বের করা আনার পরই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।এরপর খবর দেওয়া হয় দমকলে।যদিও দমকল পৌঁছানোর আগেই গোটা গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন অভিভাবকেরা।তাদের অভিযোগ, গাড়িটি অনেক পুরোনো।এই গাড়ি বদল করার জন্য বহুবার বলা হয়েছিল।
গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।