শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে পড়লো স্কুল ভ্যান।ঘটনায় জখম চার পড়ুয়া।তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, এদিন সকালে এয়ারভিউ মোড় এলাকায় জিআরপি অফিসের কাছে একটি দ্রুতগামী বাস, স্কুল ভ্যানটিকে ধাক্কা মারে।ভ্যানটি রাস্তার মাঝে উল্টে যায়।স্কুল ভ্যানে বেশ কয়েকজন পড়ুয়া ছিল।ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ভ্যান থেকে পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।দুর্ঘটনায় চার পড়ুয়া জখম হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের সকলকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ক্ষুব্ধ হন স্থানীয়রা।জংশন এলাকায় ঘাতক বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পরে জংশন ট্র্যাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে প্রধান নগর থানা পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে ঘটনার পর পড়ুয়াদের পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির বাসের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণেই এই ধরণের ঘটনা বাড়ছে।প্রশাসনের কাছে বাস চলাচল নিয়ে নজরদারি দাবি জানিয়েছেন তারা। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
