স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ! বাগডোগরার রানীডাঙ্গা কালারাম হাইস্কুলে বিক্ষোভ AIDSO এর 

বাগডোগরা, ২৭ ডিসেম্বরঃ সরকার নির্ধারিত ২৪০ টাকার বদলে ৪০০ ও ৪৫০ টাকা করে ফি নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছে।স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়া নিয়ে বিক্ষোভ বাগডোগরার রানীডাঙ্গা কালারাম হাইস্কুলে। 
জানা গিয়েছে, এদিন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ দেখালো AIDSO সংগঠন।সরকারি স্কুলে কেন বাড়তি ফি নেওয়া হবে তার প্রতিবাদ জানানো হয়।বাড়তি ফি প্রত্যাহার করা না পর্যন্ত বিক্ষোভ চলবে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের জেলা সহ-সভাপতি বিষ্ণু পাল।  
অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক প্রবীর নন্দী জানান, অতিরিক্ত অর্থ সম্পূর্ণটাই ঐচ্ছিক বিষয়।কেউ যদি দিতে না পারে তাকে জোর করা হচ্ছে না।গোটা বিষয়টি পরিচালন সমিতি অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করেছেন।আর্থিক কারণে কেউ যদি পড়াশোনা করতে না পারে, তার জন্য বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে স্কুলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *