স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের

শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা।সেইসময় ট্রাক পিষে দিল মা ও মেয়েকে।বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এনজেপি রেল হাসপাতাল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।


জানা গিয়েছে, মৃত শিশুর নাম সরস্বতী রায়।সে সূর্যসেন কলোনি এলাকায় সারদা শিশুতীর্থ স্কুলে তিনমাস আগেই ভর্তি হয়েছিল।তার বয়স ৪ বছর।অন্যদিকে মৃত মহিলার নাম বিমলা রায়।আজ স্কুল ছুটির পর দুজনে সাইকেলে করে ফিরছিলেন।শিশু কন্যাটি সাইকেলের পেছনে বসেছিল।রেল হাসপাতালের কাছে একটি ট্রাক দুজনকে ধাক্কা মারে এবং পিষে দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।এরপর দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।তাদের অভিযোগ, বেপরোয়াভাবে ট্রাক চলাচল করলেও পুলিশ কোনোরকম পদক্ষেপ গ্রহণ করে না।এদিন ঘটনার পর এনজেপি থানার পুলিশ সেখানে গেলেও উত্তেজনা ছড়ায়।অন্যদিকে মৃত মহিলার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে যায়।পাশাপাশি ঘটনাস্থলে যান এডিসিপি শুভেন্দ্র কুমার।ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ঘাতক ট্রাক চালককেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।


One thought on “স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *