শিলিগুড়িতে ছুরিকাহত শিক্ষক, দেখা করলেন ডেপুটি মেয়র

শিলিগুড়ি,১২ নভেম্বরঃ বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে আহত স্কুল শিক্ষকের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।শনিবার সেবক রোড সংলগ্ন একটি নার্সিংহোমে চিকিৎসাধীন শিক্ষক সৈকত সরকারের সঙ্গে দেখা করেন ডেপুটি মেয়র।তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি আগামীতে তাঁর পাশে থাকার আশ্বাস দেন তিনি।


প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বান্ধবীকে পাকুড়তলা মোড়ে বাড়িতে ছাড়তে যাচ্ছিলেন লেকটাউনের বাসিন্দা সৈকত সরকার।তিনি সমরনগর প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইন চার্জ।১৫ নম্বর ওয়ার্ডের কানাইলাল দত্ত রোডে এক যুবক বেপরোয়াভাবে বাইক নিয়ে আসছিল।আরেকটু হলেই দুর্ঘটনা ঘটে যেত।সেসময় সৈকত সরকার চালককে বলে একটু দেখে বাইক চালাতে।এরপরই আরেকজন যুবককে নিয়ে আসে সে।বান্ধবীর সামনেই স্কুল শিক্ষকের পেটে ও মুখে চাকু চালানো হয়।হামলার পর দুই যুবক সেখান থেকে চলে যান।এদিন রাতেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ও পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় স্কুল শিক্ষককে।শুক্রবার নার্সিংহোমে শিক্ষকের মুখে সার্জারি করা হয়।অন্যদিকে পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন শিক্ষকের বাবা।অভিযোগে তিনি লিখেছেন, সুরজিত সাহা ও সৌম্যদিপ সাহা নামে দুই যুবক হামলা করে তাঁর ছেলের উপর।

এদিকে এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, শহরে এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না।আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে যাব। দুষ্কৃতীরা কেন ধরা পড়ছে না। সৈকতের সুস্থতার কামনা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *