শিলিগুড়ি,১৮ অক্টোবরঃ স্কুল শেষে আর বাড়ি ফেরা হল না।বাবার সঙ্গে বাইকে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট্ট অনুপ্রিয়ার(৫)।শিলিগুড়ির মেডিকেল মোড় সংলগ্ন এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বাবা অনুপ কুমারের সঙ্গে বাইকে করে স্কুল থেকে বাড়ি ফিরছিল পাঁচ বছরের অনুপ্রিয়া।মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনায় গুরুতর জখম হয় অনুপ্রিয়া।দ্রুত তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ট্রাফিক এডিসিপি পূর্ণিমা শেরপা।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি।