শিলিগুড়ি, ১৩ মার্চঃ চুরির স্কুটার নিয়ে পালানোর সময় চোরকে ধরল জংশন ট্র্যাফিক গার্ড। পরে ধৃতকে প্রধাননগর থানার হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে গণেশ ঘোষ কলোনির বাসিন্দা এক ব্যক্তি কাজের জন্য চার্চ রোডে গিয়েছিলেন।
কাজ সেরে রাস্তায় বের হতেই দেখেন যে স্কুটার চুরি হয়ে গিয়েছে।
স্কুটার নিয়ে পালানোর সময় দার্জিলিং মোড়ের কাছে ধরা পড়ে যুবক। সেখানে পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই সময় যুবককে দাঁড় করানো হয়। যুবকের কথায় সন্দেহ হয় পুলিশের। এরপর নম্বর প্লেট দেখে মালিককে ফোন করে পুলিশ। সেই সময়ই আসল ঘটনা জানতে পারে পুলিশ। পরে ধৃতকে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।