শিলিগুড়ি, ১৭ জুলাইঃ মারা গিয়েছে বাইক-স্কুটি।ভ্যানে তুলে শেষযাত্রার আয়োজন। এরপর চুল কেটে মাথা ন্যাড়া করলেন।পুরোহিত এসেছিলেন, মন্ত্র পড়ে শ্রাদ্ধও হল।এমনই অভিনব বিক্ষোভ শিলিগুড়ির বাগডোগরায়।
শনিবার পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস।দেশের বিভিন্ন রাজ্যে পেট্রলের লিটার পিছু দাম ১০০ টাকা ছাড়িয়েছে।পশ্চিমবঙ্গে অধিকাংশ জেলাতেও একই অবস্থা। তারমধ্যে দাম বাড়ছে রান্নার গ্যাস সিলিণ্ডারেরও। সেসব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিবাদে শনিবার বাগডোগরায় বিক্ষোভ দেখানো হয়।পানিঘাটা মোড় থেকে এদিন প্রতিবাদ মিছিল বের করেন নেতা কর্মীরা। ভ্যানের উপর স্কুটি বাইক উঠিয়ে শেষযাত্রার আয়োজন করা হয়েছিল।এরপর এশিয়ান হাইওয়ের পাশে চুল কেটে ন্যাড়া হন এক কর্মী।পুরোহিত ডেকে শ্রাদ্ধও হয়।
কংগ্রেস নেতা কর্মীরা বলেন, দেশের অর্থব্যবস্থা মারা গিয়েছে। দ্রব্যমূল্য বাড়ছে।সেকারণে এই বিক্ষোভ কর্মসূচী।