শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ স্কুটি চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম সূরজ প্রসাদ এবং সাহিল চৌধুরী।
জানা গিয়েছে, গত ২৯শে জানুয়ারি এনজেপি এলাকায় একটি পিৎজার দোকানে ডেলিভারির ব্যবহারে রাখা স্কুটি চুরি যায়।ঘটনার পর এনজেপি থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ডেলিভারি বয় সূরজ প্রসাদকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।পরবর্তীতে তাকে জিজ্ঞাসবাদ করে চুরির আরেক পান্ডা সাহিল চৌধুরীকে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে এনজেপি মোড়বাজার থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ইলেকট্রিক স্কুটিটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে খাবার ডেলিভারির কাজ করে গাড়ি চুরির কান্ড ঘটায় ধৃতরা।ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।