শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ ফের শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারলো লরি।অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কুটি চালক ও এক মাছ বিক্রেতা।
জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় থেকে একটি লরি আশিঘরের দিকে আসছিল। সেইসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মেরে রাস্তার পাশে বাড়ির সামনে ঢুকে পড়ে লরিটি।ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন স্কুটি চালক এবং রাস্তায় পাশে থাকা এক মাছ বিক্রতা।সামান্য আহত হন তারা।তবে দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি।এদিকে ঘটনার পর সুযোগ বুঝে পালিয়ে যায় লরির চালক।
ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় লরিটিতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ।ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।পরিস্থিতি সামাল দিতে ভক্তিনগর ট্রাফিক পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।পরে ক্রেনের সাহায্যে লরিটিকে উদ্ধার করে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
