রেষারেষির জের! স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস-মৃত ১ আহত একাধিক  

নকশালবাড়ি, ১০ ফেব্রুয়ারিঃ রেষারেষি করতে গিয়ে স্কুটিতে ধাক্কা।নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস।ঘটনায় মৃত্যু ১ জনের, আহত ১২-১৫ জন যাত্রী।নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ের ঘটনা।


জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে নকশালবাড়ির দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।ঘটনায় মৃত্যু হয় ১ জনের, আহত ১২-১৫ জন যাত্রী।আহতদের মধ্যে ৭ জন গুরুতর জখম।ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়।গুরুতর জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ, দমকলের একটি ইঞ্জিন।শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনাস্থলে যান।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *