শিলিগুড়ি,৩০ জুনঃ বুধবার শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে সত্তরোর্ধ্ব এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিনামূল্যে করোনা টিকা দেওয়া হল।
জানা গিয়েছে, শিলিগুড়ি ওয়েলফেয়ার এর উদ্যোগে এবং সরকারী সহযোগিতায় লিভার ফাউন্ডেশন কলকাতা ও শিলিগুড়ি স্নেহ এর ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।শিবিরে বিনামূল্যে সত্তরোর্ধ্ব এবং ৪৫ বছরের ঊর্ধ্বে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের টিকা দেওয়া হয়।
সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য বলেন, শিবিরে প্রায় ১২৩ জনের নাম নথিভুক্ত করা হয়েছে।সকাল থেকেই শিবিরে টিকাকরণ চলছে এবং সরকারী বিধি নিয়ম মেনেই পদ্ধতিগতভাবেই এই টিকাকরণ প্রক্রিয়া চলছে।