নকশালবাড়ি, ২৫ এপ্রিলঃ সাতসকালে নদীর পাড়ে প্লাস্টিকে মোড়া অবস্থায় এক সদ্যজাতের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।মঙ্গলবার নকশালবাড়ির কমলাজোতে খেমচী নদীর পাড়ে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, এদিন সকালে নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তির নজরে আসে সদ্যজাতের মৃতদেহ।এরপরই খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্লাস্টিকের মধ্যে কিভাবে সদ্যজাতের মৃতদেহ নদীর পাড়ে এল তাঁর তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
