শিলাবৃষ্টিতে নষ্ট বিঘা-বিঘা জমির ফসল, ক্ষতিগ্রস্ত রাজগঞ্জের টাকিমারির কৃষকেরা

রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ  শিলাবৃষ্টিতে সবজি চাষে ক্ষতি রাজগঞ্জের টাকিমারি এলাকায়। বিঘা-বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে কৃষকরা জানান।


বুধবার সন্ধ্যায় টাকিমারি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। সেই শিলাবৃষ্টিতে বিশেষ করে ঝিঙ্গা, শসা, ধুন্দুল সহ বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে। তিস্তার চরের ১ নম্বর টাকিমারি, ২ নম্বর টাকিমারি, মিলনপল্লী, দুধিয়া, মহারাজ ঘাট সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা মূলত সবজি চাষের উপর নির্ভরশীল। এবারও হাজার হাজার বিঘা জমিতে সবজি চাষ হচ্ছে। কিন্তু গতকালের শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাংক, মহাজনের থেকে নেওয়া ঋণ কিভাবে শোধ করবেন তা ভেবে পাচ্ছেন না এলাকার চাষিরা। তাই সরকারি সাহায্যের দাবি তুলেছেন তারা। 

ঘটনার খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার। তিনি বলেন, বিষয়টি ব্লকের কৃষি আধিকারিককে জানানো হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom