শিলিগুড়ি,৫ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘থ্রেট কালচার’ নিয়ে বুধবার ব্যাপক বিক্ষোভ দেখান চিকিৎসক পড়ুয়ারা। বুধবার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত ও সহকারি ডিন সুদীপ্ত শীল। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অভিযোগ রয়েছে, পরীক্ষার হলে কয়েকজনকে মদত করে দেওয়া, নম্বর বাড়িয়ে দেওয়াতে হাত ছিল ডিনের।
বুধবার সকাল থেকে মেডিক্যালে বিক্ষোভ শুরু হয়। এমনকি অধ্যক্ষেরও পদত্যাগের দাবি তোলা হয়েছিল।নানা ধরনের হুমকি, মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের হুমকি, পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর। পুলিশে লিখিত অভিযোগও জানানো হয়। এরপরই পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে সার্জারি বিভাগ বাদ পড়লেও প্রতিবাদ হতেই সেই বিভাগকেও সেই তদন্ত কমিটিতে যুক্ত করা হয়৷ অন্যদিকে, গতকাল থেকে ক্রমাগত অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। অধ্যক্ষ জানান, এক বান্ডিল অভিযোগ জমা পড়েছে। যদিও এগুলো সম্পর্কে আগে অধ্যক্ষ কিছুই জানতেন না বলে দাবি করেন। এদিকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে পড়ে একটি পোস্টার। দুই তৃণমূল ছাত্র নেতার নাম এবং ছবি সহ অভীক দে এর বিরুদ্ধেও পোস্টার লাগানো হয়েছে।