শিলিগুড়ি,৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির সেবক রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় এবার তদন্ত ভার গেল ডিটেকটিভ ডিপার্টমেন্টের(ডিডি) হাতে। এর আগে ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছিল।তবে বিগত দুদিন ধরে এই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত তথ্য খুঁটিয়ে দেখছে ডিডি।শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এই ঘটনার তদন্তের ভার ডিডি’র হাতে তুলে দেন।কমিশনার জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।সেই কারনেই এই ঘটনার তদন্তের ভার ডিডির হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দুই বন্ধুর সঙ্গে সেবক রোডে দাড়িয়ে ছিলেন মুকেশ মিত্তল।সেসময় ভক্তিনগর চেকপোস্টের দিক দিয়ে দ্রুতগতিতে একটি গাড়ি আসছিল।দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।গাড়ির নীচে চাপা পড়ে দুজন।ঘটনার পর আহতদের উদ্ধার সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে গেলে মুকেশ মিত্তলকে মৃত বলে জানান চিকিৎসকেরা।দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক গাড়িটিতে থাকা তিনজন।ভক্তিনগর থানার পুলিশ দীপু গিরি নামে একজনকে গ্রেফতার করে।যদিও এখনও ঘাতক গাড়িতে থাকা বাকিদের খোঁজ পাওয়া যায়নি।তাদেরই খোঁজ করছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।