জলপাইগুড়ি,২২ জানুয়ারিঃ স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে যৌন কর্মীদের ভিড় উপচে পড়ল জলপাইগুড়িতে।
রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প ও অনান্য সুযোগ সুবিধে পৌঁছে দিতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের নিষিদ্ধ পল্লীতে হাজির হন সরকারি প্রতিনিধিরা।সেখানকার সকল যৌন কর্মীদের স্বাস্থ্য সাথীর কার্ড তৈরি করার প্রক্রিয়া শুরু করা হল।রাজ্য সরকার ও জেলা প্রশাসনের এই ধরণের উদ্যোগে খুশি যৌন কর্মীরা।
যৌন কর্মীরা জানান, পৌরসভায় দুয়ারে সরকারে শিবির হচ্ছে।কিন্তু অনেক যৌন কর্মী বুঝতে পারছেন না কিভাবে আবেদন করতে হবে এবং কি কি প্রয়োজন।এই কারণে অনেকেই পৌরসভার ক্যাম্পে যায়নি৷কিন্তু নিষিদ্ধ পল্লীতে সরকারের প্রতিনিধিরা এসেছেন।যে কারণে পাড়ায় সকলে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করছেন।