শিলিগুড়ি,১৪ আগস্টঃ শিলিগুড়িতে মহকুমাশাসকের দপ্তরে পালিত হল কন্যাশ্রী দিবস।করোনা আবহে অনাড়ম্বরভাবেই পালিত হল কন্যাশ্রী দিবস।
পাশাপাশি এদিন কিভাবে ছাত্রীরা এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন তা সাধারণ মানুষকে জানাতে সবুজ পতাকা দেখিয়ে একটি ট্যাবলোর সূচনা করেন মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল।বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছে কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরবে এই ট্যাবলো।এছাড়াও শিলিগুড়ি শিক্ষা জেলা হিসেবে কন্যাশ্রী প্রকল্পের সেরা বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয়েছে খোপলাশী হিন্দি হাইস্কুল, বেলগাছি হিন্দি জুনিয়র স্কুল, ফাঁসিদেওয়া হাইস্কুল।অন্যদিকে সেরা মহাবিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয়েছে মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয়, আচার্য প্রফুল্লচন্দ্র গভর্মেন্ট কলেজ, কালিপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়। পাশাপাশি উজ্জল কন্যাশ্রী হিসেবে রাজ্যস্তরে নির্বাচিত নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়শী চ্যাটার্জিকে রাজ্য সরকারের তরফে সংবর্ধনা ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।