শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ মেচি কৃষি জমিন বাঁচাও কমিটির তরফে কৃষকদের পাট্টা প্রদানের দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করা হল।
কমিটির সদস্যরা জানান,বেশ কয়েকবছর আগে নকশালবাড়ির মেচি নদীর কাছে গোর্খা ট্রেনিং সেন্টার বানানোর জন্য ১০৫ একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার।যদিও পরবর্তীতে এই ব্যাপারে কৃষকেরা আন্দোলন করায় ১০৫ একর জমির পরিবর্তে শুধুমাত্র ৩০ একর জমি নিয়ে বাকি জমি ফিরিয়ে দিয়ে গোর্খা ট্রেনিং সেন্টার বানানোর কাজ শুরু করে রাজ্য সরকার।
এদিকে বর্তমানে ওই খালি জমিগুলিতে চাষবাস করছেন সেখানকার কৃষকেরা।যদিও ওই জমিগুলির কোনও পাট্টা কৃষকদের কাছে নেই।যে কারণে গত প্রায় দুবছর ধরে তারা পাট্টা প্রদানের দাবিতে আন্দোলন করে চলেছেন।কিন্তু কোনও লাভ হয়নি।আজ এই বিষয়ে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করা হল।