এনআইএ আধিকারিক সেজে প্রতারণা! ঘটনায় গ্রেফতার আরও ১

শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ এনআইএ আধিকারিক সেজে প্রতারণার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।


উল্লেখ্য, গত ২২ নভেম্বর চটহাট মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষ মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তার অভিযোগ, এনআইএ আধিকারিক সেজে তিনজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা নিয়েছে। অভিযোগের ভিত্তিতে ডিডি এবং এসওজি টিম যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে। এরপরই এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়কে গ্রেফতার করে ডিডি এবং এসওজি।ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।

তাদের জিজ্ঞাসাবাদে মিথলেশ কুমার সিং এর নাম সামনে আসে। SOG এবং ডিডি টিম তার খোঁজ শুরু করে।এরপর গোপন সূত্রে খবর আসে যে মিথলেশ শিবমন্দিরে তার বাড়িতে ফিরে এসেছে। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।গ্রেফতারের সময় এনআইএ লোগোযুক্ত একটি জ্যাকেট পরে ছিল অভিযুক্ত।তার কাছ থেকে সন্দেহজনক বিএসএফ এর আইডি কার্ডও উদ্ধার হয়েছে।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।ভুয়ো এনআইএ গ্যাংয়ের নেটওয়ার্ক আরও বড় হতে পারে এবং আগামীদিনে আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে বলে ডিডি সূত্রে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *