শিলিগুড়ি,২৩ ফেব্রুয়ারিঃ দুর্ঘটনায় খোয়া গিয়েছে হাত।কিন্তু তাতে মনোবল কমেনি।রাইটারের সাহায্যে এবার মাধ্যমিক পরীক্ষায় বসল শিলিগুড়ির বিশ্বজিৎ।
শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক বি’র বাসিন্দা বিশ্বজিৎ সিদ্ধা।বাল্মিকি বিদ্যাপীঠের ছাত্র সে এবং এবারের মাধ্যমিক পরীক্ষার্থী।২০২০ সালে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় বিশ্বজিৎ।দুর্ঘটনায় একটি হাত কাটা পড়ে বিশ্বজিৎ এর এবং অপর হাতটি অকেজো হয়ে যায়।তবে হার মানতে নারাজ সে।পড়াশোনা বাদ দেয়নি বিশ্বজিৎ।এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে।নিজে লিখতে না পারায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে সে।
বিশ্বজিৎ এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা গৌতম গোস্বামী ও ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অরূপ চক্রবর্তী।বৃহস্পতিবার বিশ্বজিৎ এর বাড়িতে গিয়ে তার হাতে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট, কলম তুলে দেন তারা।পাশাপাশি সুষ্ঠ মতন সে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য একটি টোটোর ব্যবস্থাও করে দেন।