রাজগঞ্জ ১৬ মেঃ রেশন দোকানে তেলের দাম বেশি নেওয়ার অভিযোগে উঠল বেলাকোবার রেশন ডিলার সুদীপ চন্দের বিরুদ্ধে।
গ্রাহকদের অভিযোগ, বেশকিছুদিন ধরে কেরোসিন তেলের দাম বেশি নিচ্ছে ডিলার। সরকারি হিসেবে ১লিটার তেলের দাম ১৫ টাকা ৩৭ পয়সা হলেও গ্রাহকদের কাছে তেলের দাম নেওয়া হচ্ছে ২৮ টাকা। এই অভিযোগে আজ বেলাকোবা রেশন দোকানে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ঘটনাস্থলে পৌছায়।
বিধায়ক বলেন, ডিলার ভুল করে তেলের দাম বেশি নিয়েছিল।এখন ভুল শুধরে নিয়েছে।পরবর্তীতে এরকম ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।