নকশালবাড়ি, ২৫ জানুয়ারিঃ পাচারের আগে বিলুপ্তপ্রায় সি হর্স সহ গ্রেফতার এক পাচারকারী।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও কার্শিয়াঙ ডিভিশনের ঘোষপুকুর এবং টুকরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা নকশালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি বিলুপ্তপ্রায় সি হর্স উদ্ধার করে।ঘটনায় ফয়েজ আহমেদ নামে উত্তর দিনাজপুরের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া সি হর্সের বাজারমূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।সি হর্স গুলি নেপালে পাচারের ছক ছিল ব্যক্তির।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।