সি হর্স পাচারের ঘটনায় ধৃত আরও ৩, উদ্ধার প্রচুর সি হর্স

নকশালবাড়ি, ২৮ জানুয়ারিঃ সি হর্স পাচারের ঘটনায় তদন্তে নেমে উদ্ধার হল আরও ৮ কেজির বেশি সি হর্স।ঘটনায় গ্রেফতার ৩ জন।


উল্লখ্য, গত মঙ্গলবার ৫ কেজি সি হর্স সহ একজনকে গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও  কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর এবং টুকরিয়াঝাড় বনদপ্তর।ঘটনার পর তদন্তে নেমে শনিবার নকশালবাড়ি থেকে ফের উদ্ধার হল ৮ কেজির বেশি সি হর্স।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।টুকরিয়াঝাড় ও ঘোষপুকুর বনদপ্তর এবং নকশালবাড়ি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পায়।ধৃতদের নাম জীবণ থাপা, সুজিত তামাং এবং কঙ্কণ রাহা।

ঘটনায় অভিযুক্ত মনোজ রায়ের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET