খড়িবাড়ি, ১৫ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের জন্য আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সিল করা হল ভারত-নেপাল সীমান্ত।বাড়ানো হয়েছে সীমান্তের নিরাপত্তা।
জানা গিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের পার্শ্ববর্তী নেপাল সীমান্তকে সিল করা হল।তবে জরুরি ভিত্তিতে যাওয়া মানুষেরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে যেতে পারবেন।
আগামী ১৭ এপ্রিল নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফের যাতায়াত স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে।