শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ ২০২৩ সালের মধ্যে সেবক রংপো রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।সোমবার দুপুরে সেবক রংপো রেল প্রকল্পের কাজ পরিদর্শন করে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে।
এদিন তিনি সেবকে রেললাইন টানেলের কাজ খতিয়ে দেখেন।কথা বলেন রেলের আধিকারিকদের সাথে।
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই রেল প্রকল্পের কাজ সম্পন্ন হলে সিকিমের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নতি হবে।সিকিমের বাসিন্দারা সহজেই রেলপথকে ব্যবহার করে পণ্য সামগ্রী আদান-প্রদান করতে পারবে।পরবর্তীতে রংপো থেকে চীন বর্ডার নাথুলা পর্যন্ত আরও ৬০ কিলোমিটার রেললাইন তৈরি করা হবে।সার্ভের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।এই মুহূর্তে সেবক থেকে রংপো পর্যন্ত ৪৩ কিলোমিটার রেলপথের কাজ শুরু হয়েছে।এর মধ্যে ৪০ কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে।