রাজগঞ্জ, ৬ অক্টোবরঃ বাংলার সিচাই যোজনার মাধ্যমে রাজগঞ্জের সন্ন্যাসীকাটার কৃষকদের জল সেচের সরঞ্জাম তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাজগঞ্জ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে লালস্কুল বালাবাড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মধ্যে জল সেচের পাইপ ও স্প্রিংকলার সহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। শুধুমাত্র জিএসটির অর্থ নিয়ে ৫১ জন রবি শস্য চাষ করা কৃষককে সরঞ্জাম দেওয়া হয়। ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের কৃষকদেরও ওই জল সেচের সরঞ্জাম দেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।