সেচনালা দখল করার চক্রান্ত রুখলো মনিরাম গ্রাম পঞ্চায়েত

নকশালবাড়ি, ১৪ জুনঃ নকশালবাড়ির বাতারিয়া নদীর পাশে সেচ নালা দখল করার চক্রান্ত করে বেশকিছু জমি মাফিয়ারা। জমি মাফিয়াদের হাত থেকে সেচনালা বাঁচাতে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সহযোগিতায় সেচনালা পুনঃরুদ্ধার করল মনিরাম গ্রাম পঞ্চায়েত।


এদিন মনিরাম গ্রাম পঞ্চায়েতের ঢাকনা মৌজায় সেচ নালা পুনঃরুদ্ধার করা হয়। ঘটনাস্থলে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ সহ পঞ্চায়েতের আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এই বিষয়ে প্রধান জানান, সেচনালা বের করা হয়েছে।আগামীদিনে সরকারি জমি বিক্রি রুখতে ও জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişbaywin girişmatadorbet giriş