রাজগঞ্জ,১৪ জুলাইঃ তীব্র দাবদাহের মধ্যে স্কুলের ক্লাসরুম থেকে চুরি হল ৯টি ফ্যান। গরমে নাজেহাল ছাত্রছাত্রীরা।রাজগঞ্জের ফাটাপুকুর সারদামনি হাইস্কুলের ঘটনা।
জানা গিয়েছে, কদিন আগেই স্কুল খুলেছে এবং তারপরই স্কুলে ১৫টি নতুন ফ্যান লাগানো হয়।এরপরই চুরির ঘটনা ঘটে।৩টি ক্লাসরুম থেকে পরপর ৯টি ফ্যান চুরি হয়েছে।অনুমান করা হচ্ছে,স্কুলের দোতলার বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছিল দুষ্কৃতীরা।
স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত বাগচি জানান, ফ্যানগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছিল।আশ্চর্যজনক ভাবে তার পরদিনই প্রথমে ৫টি এবং পরদিন আরও ৪টি ফ্যান চুরি হয়ে গিয়েছে।এই নিয়ে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।