শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের তরফে ‘সিড বল’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হল।এই কর্মসূচির আওতায় প্রায় আড়াই লক্ষ ‘সিড বল’ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে।
এদিন মাড়োয়ারি যুব মঞ্চ, লায়ন্স ক্লাব অফ প্রেরণা সহ বিভিন্ন ক্লাবগুলিকে এই সিড বল প্রদান করা হয়।সিড বল গুলি শহর ও পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে দেওয়ার আবেদন করা হয়।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয় এর সভাপতি অঙ্কিত আগরওয়াল বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেনের সংকট পরিবেশ রক্ষা করার বার্তা দিয়েছে।তবে বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছে।এই কারণে সিড বলের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন, প্রায় ২৫টি ক্লাব তাদের এই উদ্যোগে সামিল হয়েছে।৫ হাজার করে সিড বল প্রত্যেকটি ক্লাবকে দেওয়া হবে।সিড বল জঙ্গলে ছুড়ে দিলে সেই সিড বল থেকে চারা গাছ তৈরি হবে।
এদিনের কর্মসূচিতে লায়ন্স ক্লাব অফ ৩৩২ এফ এর গভর্নর এবং পদ্মশ্রী করিমূল হক উপস্থিত ছিলেন।