শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ পাচারের আগে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করল সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা।যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ি সংলগ্ন বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করে বনকর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি লরিতে করে কাঠগুলি অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে ছিল।উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা।তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।