রাজগঞ্জ,২ মার্চঃ আজ উত্তরকন্যা অভিযানে সামিল এসইউসিআই এর কিষান মোর্চা। বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দিবেন তারা। অপ্রীতিকর ঘটনায় ও উত্তেজনা এড়াতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, কিছুদিন আগে তিনবাত্তিতে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। ব্যবহার করতে হয়েছিল জলকামান। তাই এবারও অপ্রীতিকর ঘটনা এড়াতে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতে হয়েছে প্রশাসনকে। ফুলবাড়ি বাইপাস মোড় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে প্রস্তুত রয়েছে জলকামান।
উল্লেখ্য, ধান-পান-ফুল-বাদাম-লঙ্কা-সহ সমস্ত কৃষিজ ফসলের ন্যায্য দাম, সস্তায় বিদ্যুৎ ও কৃষি উপকরণ সরবরাহ, কৃষক ও ক্ষেত মজুরদের সারা বছরের কাজ, খরা- বন্যারোধের আরও একাধিক দাবীতে অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজদুর সংগঠনের (এ.আই.কে.কে.এম.এস.) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্যজুড়ে ১ মার্চ থেকে ২মার্চ পর্যন্ত কিষান মার্চের কর্মসূচি নিয়েছে।
সোমবার ফুলবাড়িতে এক পথসভা করার পর সংগঠনের প্রতিনিধিরা উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি জমা দেবেন বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।