শিলিগুড়ি, ১২ অক্টোম্বরঃ নতুনভাবে সেজে উঠবে শিলিগুড়ি মহকুমা পরিষদ।শিলিগুড়ি মহকুমা পরিষদের সৌন্দর্যায়ন এবং ঢেলে সাজানোর লক্ষ্যে মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদে দায়িত্বভার নিয়ে শহরকে সাজিয়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন গৌতম দেব।এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদকে সাজিয়ে তুলতে তৎপর হয়েছেন গৌতম দেব এবং সভাধিপতি অরুণ ঘোষ।বুধবার বৈঠক করে মহকুমা পরিষদ কার্যালয়ের ফাঁকা জায়গা এবং আসেপাশের এলাকা পরিদর্শন করেন তারা।
এদিন মেয়র গৌতম দেব বলেন, শিলিগুড়ি মহাকুমা পরিষদের পক্ষ থেকে ডিপিআর তৈরি করে টেন্ডার প্রসেস করা হয়েছে।সেই বিষয় নিয়েই আলোচনা হল।এখানে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।কমপক্ষে দুটি তলায় পার্কিং করা যায় কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি গোটা এলাকার সৌন্দর্যায়ন করা হবে।
অন্যদিকে মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন,শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মহকুমা পরিষদ।বহুদিন ধরে সংস্কার করা হয়নি।প্রচুর জায়গা রয়েছে।তারই নতুন কাজ করা হবে।