শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ দেশের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।এই অবস্থায় নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিলিগুড়িতে বিশেষ ট্রেনিং।
তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে স্কুল পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে। শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডে রবিবার থেকে বিশেষে ট্রেনিং শুরু করা হয়েছে।
আপাতত শিলিগুড়ি গার্লস স্কুল ও শিলিগুড়ি হাকিমপাড়া গার্লস স্কুলের কিছু পড়ুয়াদের আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে।এদিন শিবিরে পড়ুয়াদের সঙ্গে দেখা করতে আসেন মেয়র গৌতম দেব।
বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই সেলফ ডিফেন্স কোর্স চালু করা হয়েছে। তাঁর পাশাপাশি ১৭ নম্বর ওয়ার্ড কমিটির তরফে এই সেলফ ডিফেন্স কোর্স চালু করা হয়েছে। একমাসে বেসিক কোর্স শেখানো হবে ছাত্রীদের।