শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ বর্তমানে দিনের পর দিন অপরাধমূলক কাজ বেড়েই চলেছে।তার জন্য প্রত্যেকের প্রয়োজন নিজেকে অপরাধের হাত থেকে আত্মরক্ষা করা।
সোমবার দ্যা ইউনাইটেড হিউম্যান এন্ড সোশ্যাল ডেভলপমেন্ট সংস্থার তরফে এবং মার্শাল আর্ট অ্যাকাডেমির সহযোগিতায় উত্তর কাওয়াখালি শিশু শিক্ষা কেন্দ্রে শিশুদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
এদিনের প্রশিক্ষণে মার্শাল আর্ট অ্যাকাডেমির ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।এদিন শিশুদের আত্মরক্ষার বিভিন্ন স্কিল শেখানো হয়।এদিনের প্রশিক্ষণে শিশুরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।