শিলিগুড়ি,১৭ জানুয়ারিঃ উত্তরবঙ্গ ক্ষুদ্র উদ্যোগ মঞ্চের তরফে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল সেমিনার।এদিনের সেমিনারে ক্ষুদ্র ও কুটিরশিল্প নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
উত্তরবঙ্গ ক্ষুদ্র উদ্যোগ মঞ্চের সভাপতি শ্যামল চক্রবর্তী জানান,সেমিনারে ক্ষুদ্র ও কুটিরশিল্পের পাশাপাশি দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়েও আলোচনা হয়।এই সেমিনারে এদিন ক্ষুদ্র শিল্প ব্যাবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সরকারি শিল্পতালুকে জমির দর বেশি, এছাড়াও কেন্দীয় সংস্থাগুলির কাছে টাকা বরাদ্দ থাকলেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনোরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না এসকল বিষয়গুলিও উঠে আসে।