আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারিঃ জয়ঁগা ভূলন চৌপথি এলাকায় ৭৭ তম ভারতীয় সেনা দিবস পালন করা হল।এই উপলক্ষে এদিন ভারতীয় সেনা ও এসএসবি’র পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী করা হয়।
ভারতীয় সেনা দিবসের অনুষ্ঠানে জয়ঁগা এলাকার ২০টি স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।ভারতীয় সেনার পক্ষ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলদাপাড়া ডিএফও প্রবীণ কাশোয়ান, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিশিষ্টজনেরা।