বাগডোগরা, ১০ ফেব্রুয়ারিঃ যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের নির্মূল করা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের কর্ম বীরত্বের সম্মানে সম্মানিত করা হল।
শনিবার বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে ইস্টার্ন কমান্ড ইনভেস্টিচার অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীর সৈনিকদের সম্মান প্রদান করা হয়।এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এদিন ২০জন বীর সেনাকে বীরত্বের সেনা মেডেল, ২ জনকে বার টু সেনা মেডেল, ৪ জনকে বিশিষ্ট সেবা মেডেল,২ জনকে চিফ অফ আর্মি স্টাফ সার্টিফিকেট অফ এপ্রেসিয়েশন ও ৩২টি ইউনিটকে জিওসি ইন ইস্টার্ন কমান্ড ইউনিট সন্মান প্রদান করেন।
লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি জানান, উত্তর–পূর্ব ভারতের প্রবেশপথ শিলিগুড়িতে এই অনুষ্ঠান করতে পেরে অত্যন্ত খুশি।