সেনা জওয়ানের জমি ঘেরাও নিয়ে উত্তেজনা শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে

শিলিগুড়ি,৩ নভেম্বরঃ সেনা জওয়ানের জমি ঘেরাও নিয়ে উত্তেজনা শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ড এলাকায়।বৃহস্পতিবার সকালে সেনা জওয়ানদের তরফে জমি সংরক্ষিত রাখতে ঘেরাও করা হয়।বিষয়টি দেখতে পেয়েই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।জমি ঘেরাও ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।


স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন।জমির ওপর দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে তারা বহু বছর ধরে যাতায়াত করে আসছেন।তাদের যাতায়াতের এটাই একমাত্র বড় রাস্তা।এমনকি এই রাস্তা দিয়ে দমকল,অ্যাম্বুলেন্স সবই যাতায়াত করে।তাই তাদের দাবি এলাকায় একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া হোক।  

অন্যদিকে সেনাজওয়ানদের তরফে অভিযোগ করে জানানো হয়, এই জমিতে অবৈধভাবে প্রচুর দোকান গজিয়ে উঠেছে।তাই জমি সংরক্ষিত রাখতে তাদের এই উদ্যোগ।


এদিকে এদিন জমি ঘেরাও এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি,১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল।

শঙ্কর ঘোষ বলেন, বিষয়টি নিয়ে সাংসদের সঙ্গে কথা বলেছি।ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলব।

অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল বলেন, এই জমি নিয়ে অনেক আন্দোলন হয়েছে।তবে বহু বছর এই জমি নিয়ে কোনোরকম সমস্যা হয়নি।এত বছর পর ফের জমি নিয়ে সমস্যা বাঁধল।জমি ঘেরাও করা হলে এলাকার বাসিন্দারা সমস্যার মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *