ধূপগুড়ি,৭ অক্টোবরঃ সার্ভার ডাউন থাকায় খুললো না ওয়েবসাইট।প্রশ্নপত্র ডাউনলোড করতে না পেরে পরীক্ষা দিতে পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ধূপগুড়ি সেন্টারের পরীক্ষার্থীরা।এদিন চতুর্থ সেমিস্টারের ২৭২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেনি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, করোনা আবহে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।আর সেইমতোই বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কাজ শুরু করা হয়েছে।সেইমতো আজ ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনলাইন পরীক্ষা ছিল।কিন্তু সার্ভার ডাউন হওয়ার কারণে পরীক্ষা দিতে পারেনি ছাত্রছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, সার্ভার খারাপ থাকায় প্রশ্নপত্র ডাউনলোড করতে পারেননি তারা।এমনকি সকাল সাড়ে ৯টা থেকে ১২.৩০ পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুপুর দেড়টা পেরিয়ে গেলেও ওয়েবসাইট খোলেনি বলে অভিযোগ।যার জেরে দুশ্চিন্তায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা।পরীক্ষা দিতে না পারলে একটা বছর নষ্ট হয়ে যাবে এমনটাই তাদের আশঙ্কা।সেই কারণে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিসটেন্স এডুকেশন সেন্টারের কর্মীরা জানান,এই সমস্যা শুধু মাত্র ধূপগুড়ি সেন্টারের ক্ষেত্রেই নয়।গোটা রাজ্যজুড়েই পরীক্ষায় সমস্যা হচ্ছে।