বাগডোগরা, ২৪ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের শেষদিনের ভোট প্রচারে ব্যস্ত সমস্ত প্রার্থীরা।
শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে ভোট প্রচারে নামেন কংগ্রেস প্রার্থী বুলবুলি সিং।এদিন আপার বাগডোগরা ভুজিয়াপানির গোয়ালাবস্তি থেকে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত মনোনীত প্রার্থী বুলবুলি সিং বিভিন্ন এলাকায় প্রচার সারেন।
এদিনের এই প্রচারে উপস্থিত ছিলেন আপার বাগডোগরা অঞ্চল কার্যকরী সভাপতি অনিল সিং সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা।