শিলিগুড়ি, ১০ ফেবুয়ারি: ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরভোট।আজ শেষদিনের জমজমাট প্রচার৷
বিশাল মিছিল করলো কংগ্রেস। আজ ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে মিছিল করেন কর্মী সমর্থকেরা। আশপাশের আরও বেশকিছু ওয়ার্ডে মিছিল করেন কংগ্রেস নেতা কর্মীরা।