শিলিগুড়ি,২৩ এপ্রিলঃ যেখানে করোনার ত্রাসে গোটা বিশ্ব,সেখানে কিনা নিজের কন্যাসন্তানের নামই রেখে দিলেন ‘করোনা’।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।আর এই লকডাউনের জেরে শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি রেলস্কুলে পুরো পরিবার নিয়ে আটকে ছিলেন উত্তর প্রদেশের দেওরিয়ার বাসিন্দা অঞ্জলী দেবী।অঞ্জলী দেবী ৯ মাসের গর্ভবতী ছিলেন।তার স্বামী মোহন প্রসাদ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জড়িবুটির ব্যবসা করেন।
গত ১১ এপ্রিল স্থানীয়দের সহযোগিতায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জলী দেবীকে।এরপর সেদিনই হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।যেহেতু পুরো বিশ্ব এখন করোনার সঙ্গে লড়ছে এবং এই দুঃসময়ে লড়াই করে তাদের পরিবারে এক নতুন সদস্য এসেছে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই তারা ভালোবেসে তাদের মেয়ের নাম ‘করোনা’ রেখেছেন বলে জানান অঞ্জলী দেবী ও তার পরিবার।