রাজগঞ্জ, ৬ জানুয়ারিঃ নদী পারাপারের জন্য সেতু নেই।নিজেদের তৈরি বাঁশের সাঁকোই ভরসা রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমূলগুড়ি এলাকায় বাসিন্দাদের।
জানা গিয়েছে, রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলগুড়ি এলাকায় নিম নদীতে সেতুর দাবি দীর্ঘদিনের। যাবতীয় কাজে ওই দুই শিমূলগুড়ি গ্রামের বাসিন্দাদের নিম নদী পেরিয়ে যেতে হয়। এছাড়া ওই পারের ভোটপাড়া, চাকিয়াভিটা, ছাট মৌলানিগছ ও পাখিডাঙ্গা গ্রামের অনেক মানুষ শিলিগুড়ি শহর সহ বিভিন্ন জায়গায় কাজে যান। কিন্তু সেতু না থাকায় সমসয়ায় পড়ছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের বলেন, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিয়ে গেলেও সেতু হয় না। তাই গ্রামবাসীরা নিজেরাই সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কিন্তু বর্ষাকালে সেই সাঁকোও জলের স্রোতে ভেসে যায়। বিষয়টা সাংসদ, পরিষদ, বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু সেতু তৈরি হয়নি।