রাজগঞ্জ, ১৭ ডিসেম্বরঃ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে রাজগঞ্জে সেতু ও রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর টি গার্ডেনের মাঝে সুকাতি নদীর উপর বেহাল অবস্থায় থাকা কাঠের সেতুর পরিবর্তে তৈরি করা হচ্ছে পাকা সেতু।সেই সেতুর কাজের শিলান্যাস করেন বিধায়ক খগেশ্বর রায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে এই সেতু তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, বেলাকোবার মাঝাবাড়ি এলাকার প্রায় আড়াই কিলোমিটার রাস্তার শিলান্যাস করেন তিনি। এই রাস্তাটিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হবে।
এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি রুপালি দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পূর্নিমা রায়, নারায়ন বসাক সহ অন্যান্যরা।