রাজগঞ্জ, ২১ মার্চঃ রাজগঞ্জের চাওই নদীর উপর সেতু তৈরীর শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। শুক্রবার রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুখানী ও চাউলহাটি গ্রাম পঞ্চায়েতের মাঝে চাওই নদীর উপর নতুন সেতু নির্মাণের শিলান্যাস করেন বিধায়ক।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার (WBSRDA) তরফে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি করা হবে।এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুখানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইজরাইল হক, ফারজান আলী সহ অন্যান্যরা।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, সীমান্তবর্তী চাওই নদীর উপর পুরোনো সেতুটি দুর্বল হয়ে যাওয়ার যাতায়াতের সমস্যায় পড়তে হয় এলাকার মানুষের।বিশেষ করে সন্ধ্যার পর যাতায়াত একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল।এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল একটি নতুন সেতু তৈরি করার।অবশেষে আজ সেই সেতুর তৈরি শিলান্যাস করা হল।