রাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারিঃ নতুন সেতু তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়।
রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায় তালমা নদীর উপর সেতুটি তৈরি করা হবে।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানূকুলে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি করা হচ্ছে। সোমবার সেই সেতু তৈরির শিলান্যাস করেন বিধায়ক খগেশ্বর রায় ।
এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন,রাজগঞ্জ বিধানসভা এলাকার সরকার পাড়া ও ফটিংগা লাইন এলাকায় তালমা নদীর ওপর সংযোগকারি একটি সেতুর দীর্ঘদিনের দাবী ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ দপ্তরের সহযোগিতায় আজ এই সেতু তৈরির শিলান্যাস করা হল। সেতুটি তৈরি হলে এলাকার মানুষের সুবিধা হবে।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।