রাজগঞ্জ,১৫ ফেব্রুয়ারিঃ সেতুর অপেক্ষায় দিন গুনছেন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসন বহুবার আশ্বাস দিলেও তৈরি হয়নি অম্বিকানগর নিচপাড়ায় জোড়াপানি নদীর সেতু।
নদীর ওপারে শিল্প তালুকের কারখানায় কাজ করতে যান বহু মানুষ। সেতুর না থাকায় প্রতিদিন জল পেরিয়ে কাজে যেতে হয়। বর্ষাকালে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। তাই এলাকাবাসীদের দাবি পাকা সেতু না হলেও লোহার সেতু তৈরি করে দেওয়া হোক।
এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আরও করা হচ্ছে। ওই সেতুটি তৈরি করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে পরিকল্পনা পাঠানো হবে এবং সেতুটি তৈরি করার চেষ্টা করা হবে।