সেবক-রংপো রেলওয়ে টানেলে দুর্ঘটনা, মৃত্যু ২ শ্রমিকের

শিলিগুড়ি, ১৮ জুনঃ সেবক রংপো রেলওয়ে টানেলের কাজ চলাকালীন দুর্ঘটনা।মৃত্যু হল ২ শ্রমিকের।জখম হয়েছেন ৫ জন শ্রমিক।


গতকাল রাতে কালিম্পঙের ভালুখোলায় একটি টানেলে কাজ চলছিল।সেইসময় মাটি ধসে আটকে পড়ে কয়েকজন শ্রমিক।তারমধ্যে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।৫ জন শ্রমিক জখম হন।জখম শ্রমিকদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্য ৩ শ্রমিককে কালিম্পঙে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের আঘাত গুরুতর নয় বলেই প্রশাসনিক কর্তারা জানিয়েছেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *